১০ বছরের মেয়ের মাথার দাম ১৪ লক্ষ টাকা?

ছবিতে দেখা যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে প্রশাসনিক কর্তাদের মাঝে দাঁড়িয়ে সুনীতা। কিন্তু সেই ছবি দেখেই সুনীতার বয়স নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা

Must read

ভোপাল: এও কি সম্ভব? ১০ বছরের বালিকার মাথার দাম ১৪ লক্ষ টাকা। সে আবার মাওবাদী নেত্রী? বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বলাঘাটে সুনীতা নামে এক মাওবাদীর আত্মসমর্পণের দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় গোটা রাজ্য। ছবিতে দেখা যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে প্রশাসনিক কর্তাদের মাঝে দাঁড়িয়ে সুনীতা। কিন্তু সেই ছবি দেখেই সুনীতার বয়স নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রশ্ন উঠেছে, সুনীতার বয়স ঠিক কত? কেউ বলছে ১০। কারও মতে ২৩। প্রশ্ন উঠেছে, সুনীতা আসলে কোন মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? কতগুলো ফৌজদারি মামলা ছিল তার বিরুদ্ধে? কবে থেকে? সুনীতার আত্মসমর্পণে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আদৌ কী ভূমিকা ছিল? মোদ্দা কথা, সুনীতা কি সত্যিই মাওবাদী ছিল। নাকি পুরো ঘটনাটাই সাজানো? সরকারিভাবে অবশ্য বলা হচ্ছে সুনীতার বয়স ২৩।

Latest article