২ কোটি ব্যয়ে তৈরি হবে ১২০ বছরের সীমান্তবর্তী আন্তর্জাতিক মানের হাট

বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে থাকা বিভিন্ন সমস্যার কথা জেনেও অন্যান্য সরকার ক্ষমতায় থাকলেও বঞ্চিত করেছে সাধারণ মানুষকে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: উত্তর থেকে দক্ষিণ সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের নজর রয়েছে সর্বত্রই। শহর থেকে গ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়ায় আমূল বদলে গেছে রাস্তা ঘাট থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া প্রতিটা প্রয়োজন। যার ফলে আরও সহজ হয়েছে মানুষের জীবনযাপন। বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে থাকা বিভিন্ন সমস্যার কথা জেনেও অন্যান্য সরকার ক্ষমতায় থাকলেও বঞ্চিত করেছে সাধারণ মানুষকে। অন্যদিকে সাধারণ মানুষের একের পর দাবি পূরণ করে চলেছে তৃণমূলের সরকার।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্কুলে ফিরছেন শিক্ষকরা, আন্দোলন জিইয়ে রাখছেন উসকানিদাতারা

১২০ বছরের পুরনো হাটের সংস্কারের উদ্যোগ নেওয়ায় এর প্রমাণ মিলল আরও একবার। জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তবর্তী এলাকা চামুর্চিতে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানের হাট শেড করবার। আর এতে স্বাভাবিকভাবেই খুশি চামুর্চিসহ আশপাশের গ্রামের মানুষজন। জানা যায়, বিধ্বংসী এক ঝড়ে ১২০ বছরের পুরোনো এই হাটের অনেকটা অংশ ভেঙে যায়। যার ফলে ব্যবসায়ী থেকে শুরু করে হাটে আসা প্রতিটা মানুষকে পড়তে হয় সমস্যায়। এতদিন রোদে বৃষ্টিতে বসতে হত খোলা আকাশের নীচে। সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে উদ্যোগী হয় পশ্চিমবঙ্গ সরকার। হাটের পরিকাঠামো উন্নয়নে রাজ্যের কৃষি বিপণন দফতর ২ কোটি টাকা বরাদ্দ করে। যার টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে এবার শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষা। চামুর্চি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ ছেত্রী জানান, ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে নির্মিত হবে আলাদা আলাদা ১০টি শেড। মোট ২০টি স্টলের ব্যবস্থা থাকবে। মাছ বিক্রেতাদের জন্য তৈরি হবে আলাদা শেড। হাটটির কাজ সম্পন্ন হলে সমগ্র চামুর্চির অর্থনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে। স্থানীয় বাসিন্দা রেজা করিম বলেন, পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ সীমান্তবর্তী এই জায়গায় আন্তর্জাতিক মানের হাট করবার উদ্যোগ নেওয়ায়। হাটের কাজটি সম্পন্ন হলে ভুটান থেকেও মানুষ আসবে এলাকা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উপকৃত হবে।

Latest article