সংবাদদাতা, মাধাইপুর : প্রত্যেক বছরের মতো এবছরও দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর কোলিয়ারির সর্বজনীন পুজো কমিটি খনি অঞ্চলের সেরা পুজোর শিরোপা নিতে তৎপর। এবার মণ্ডপ তৈরি হচ্ছে দিঘার জগন্নাথধামের আদলে। ১২৫ ফুট উঁচু মণ্ডপ গড়ে রেকর্ড করতে চলেছে এই দুর্গাপুজো কমিটি।
সম্পাদক কাঞ্চন ঘোষ জানান, এবছরও পুজোয় থাকছেন নানা চমক। প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে হচ্ছে পুজো। পুজো চারদিন নানা সংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাও বসছে। এবার পুজোর ৩৮ বছর। উদ্বোধন করবেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এলাকায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জমায়েত হয়। কোলিয়ারির এই দুর্গাপুজো উপলক্ষে এলাকায় হাজার হাজার মানুষের ভিড় কার্যত মানবমেলার রূপ নেয়। এক মাস চলছে মণ্ডপ নির্মাণকাজ। শিল্পীরা যুদ্ধকালীন তৎপরতায় গড়ছেন মণ্ডপ। পুজো কমিটির আশা, এবারের মণ্ডপ দেখতে আরও বেশি সংখ্যক মানুষ ভিড় করবেন। খনি অঞ্চলের বিগ বাজেটের এই পুজোয় নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করতে তৎপর থাকে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। পাশাপাশি এলাকার তৃণমূল কর্মী-সমর্থক ও নেতারা তৎপর থাকবেন সুনিশ্চিতভাবে পূজোর আয়োজনে।