প্রতিবেদন: মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের (Bangkok) একটি ৩০তলা নির্মীয়মাণ ভবন পুরো ভেঙে পড়েছে। এই বিপর্যয়ের পর বহুতল নির্মাণের কোনও ফাঁকফোকর ছিল কিনা তা খতিয়ে দেখতে চায় থাইল্যান্ড প্রশাসন। সংবাদসংস্থা এপির খবর অনুসারে, ঝাঁ-চকচকে ব্যাঙ্ককের বহুতল ভবনগুলিতে ভূমিকম্প নিরোধের কী কী ব্যবস্থা রয়েছে এবং এ-ধরনের বিপর্যয় থেকে সুউচ্চ বহুতলগুলি কতটা সুরক্ষিত তা পর্যালোচনা করে দেখা হবে।
আরও পড়ুন-বিশ্ববিদ্যালয় লাগোয়া জমি নিয়ে বিতর্ক, পড়ুয়াদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ পুলিশের
ভূমিকম্পের সময়ে কী কারণে ব্যাঙ্ককের ওই ৩০তলা নির্মীয়মাণ ভবনটি ভেঙে পড়েছে, তার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ককের প্রশাসন। ওই ভবন ভেঙে একাধিক প্রাণহানি ঘটেছে। মায়ানমারে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। তবে রাজধানীর বাইরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।