বুধবার সকালে বিরাটি (Birati) স্টেশনে লোকাল ট্রেনে বাজারের ব্যাগের ভিতর শিশু নিয়ে যাওয়ার সময় এক মহিলাকে ধরা হয়। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ ও জিআরপি (GRP)। উত্তর ২৪ পরগনায় পর পর কয়েকটি ঘটনার ফলে এমনিতেই শিশু পাচার নিয়ে সকলেই সতর্ক। বুধবার সকালে দত্তপুকুর লোকাল বিরাটি স্টেশনে পৌঁছলে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখান মহিলা কামরার যাত্রীরা। জানা যায় ট্রেনে এক মহিলা ব্যাগে করে একটি ৭ – ৮ মাসের শিশুকে নিয়ে যাচ্ছেন। ব্যাগটি সিটের নীচে রাখা ছিল। ওই মহিলা শিশুচুরিতে যুক্ত বলে দাবি করেন যাত্রীরা। ঘটনার খবর জানাজানি হতেই দাঁড়িয়ে পড়ে ট্রেন।
আরও পড়ুন-রাজনৈতিক নেতা হওয়ার বাসনা ছিল কিংপিন মুখিয়ার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। নিমতা থানার পুলিশ আধিকারিকরাও সেখানে পৌঁছয়। অভিযুক্ত মহিলা যদিও জানান শিশুটির মা তিনিই। যদিও অন্যান্য যাত্রীরা সেই কথা মানতে নারাজ। দত্তপুকুর থেকে ট্রেনের মহিলা কামরায় এই মহিলা উঠেছিলেন। তাঁর হাতে ছিল একটা বাজারের ব্যাগ। ব্যাগে কী রয়েছে প্রথমে বলতে না চাইলেও পরে সহযাত্রীরা জোর করে ব্যাগ খুলে দেখেন তার মধ্যে রয়েছে একটি শিশু। শিশুচোর সন্দেহে মহিলাকে গণধোলাই দেয় বাকিরা। ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কেন এই মহিলা বাজারের ব্যাগে শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন তার কোন মহিলার থেকে পাওয়া যায় নি বলেই জানা গিয়েছে।