শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ

Must read

সংবাদদাতা, রামনগর : ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়ে ফের আত্মহত্যার ঘটনা। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক দল তৃণমূল। এবার এসআইআর (SIR) শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে বাড়ির ছাদে আত্মহত্যা করলেন কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মী। মঙ্গলবার সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের হলদিয়া ১ গ্রাম পঞ্চায়েতের সাদি গ্রামে। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম বিমল শী (৭৫)। কেন্দ্রীয় সরকারের কর্মী ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তাই এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়। এরপর থেকেই আতঙ্কে মনমরা হয়ে ছিলেন বলে দাবি পরিবারের। অন্য দিনের মতোই সোমবার রাতে খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমোতে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। মঙ্গলবার ভোরে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ছাদে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে বালিসাই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। পুত্র দীপক রামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। দাবি করেছেন, শুনানির নোটিশ হাতে পাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন বাবা। নিজের নাম বাদ যাওয়ার আশঙ্কায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়ে রামনগর-১ ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাস বলেন, কমিশনের চক্রান্তে বহু মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। এর জন্য দায়ী কমিশন ও বিজেপি। ওদের কাছে মানুষের প্রাণের কোনও দাম নেই।

আরও পড়ুন- শুনানিতে তলব কবি জয় গোস্বামীকে

Latest article