প্রতিবেদন : আর কালো কাচে ঢাকা গাড়ি নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না কোনও বিধায়ক। বিধানসভা নিরাপত্তা আঁটসাঁট করতে বিশেষ পদক্ষেপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এবার থেকে শুধু অধিবেশন চলাকালীনই নয়, এমনি সময়ও কালো কাচ লাগানো গাড়িতে বসে সরাসরি বিধানসভায় প্রবেশ করতে পারবেন না বিধায়করা। কাচ নামিয়ে পুরো গাড়ি পরীক্ষা করার পরই বিধানসভা চত্বরে যেকোনও গাড়িকে ঢুকতে দেওয়া হবে। বিধানসভার নিরাপত্তারক্ষীদের এই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তায় কোনও ঢিলেমি যে বরদাস্ত করা হবে না, তা বুঝিয়ে দিয়েছে বিধানসভা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই ৫০০০ প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু
এজন্য অতিরিক্ত ২২টি সিসিটিভি বসাচ্ছে কলকাতা পুলিশ। লালবাজারের সূত্রে খবর, মূলত বাইরের লোকেরা যে গেটগুলি দিয়ে প্রবেশ করতে পারেন, সেগুলিতে নিরাপত্তা কঠোর করা হয়েছে। এছাড়াও বাইরে থেকে এসে যদি কেউ লুকিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তা-ও যাতে পুলিশের নজরদারির মধ্যে আসে, সেই ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য ২২টি আধুনিক চার এমপি বুলেট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।