মহারাষ্ট্রে ফের খুন বাঙালি শ্রমিককে

Must read

প্রতিবেদন : মহারাষ্ট্রে (Maharashtra) ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন। নিহত পরিযায়ী শ্রমিকের নাম রিন্টু শেখ। বয়স বছর ২৫-২৬। মুর্শিদাবাদের রানিতলার বাসিন্দা। জানা গিয়েছে, বিহারের শ্রমিকদের সঙ্গে বচসার জেরে রিন্টুকে লোহার রড দিয়ে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর রানিতলায় পৌঁছতে পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়েছেন। জানা গিয়েছে, রিন্টু পরিযায়ী শ্রমিক হিসাবে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন। বিহারের শ্রমিকরা বাংলা বলায় রিন্টুকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করত। শনিবার তা নিয়েই তারা লোহার রড নিয়ে চড়াও হয় রিন্টুর উপর। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রিন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন নীরব কমিশন, প্রশ্ন তৃণমূলের

Latest article