হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার শ্রমিককে, ফিরল কফিনবন্দি দেহ

Must read

প্রতিবেদন : দু-বছর আগে হরিয়ানাতে (Haryana) গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজে। শুক্রবার তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাড়িতে এদিন শোকের ছায়া। বাসন্তীর সাগির মল্লিক হরিয়ানায় (Haryana) গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে।
বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা। রয়েছেন ভাই, বোন স্ত্রী আর তিন বছরের ছোট্ট সন্তান। গত ২৭ অগাস্ট একদল গো-রক্ষকের হিংসার বলি হন সাগির। তিনি গোমাংস ভক্ষণ করছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়।
এদিন তাঁর দেহ ফিরছে গ্রামের বাড়িতে। হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অপরাধে জড়িত থাকার জন্য প্রায় ৮ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তরফ থেকে তাঁর ভাই বাবুর আলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। পরিবারের মানুষ এখন অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যস্ত। তাই দু-একদিন পরে তাঁর পরিবারের সঙ্গে এ-ব্যাপারে কল্যাণ পর্ষদ আবার যোগাযোগ করবে।

আরও পড়ুন- আদিবাসী নির্যাতিতাকে হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

Latest article