মুখে চকলেট বোমা ফাটিয়ে আত্মহত্যা! চাঞ্চল্য সিউড়িতে

Must read

যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সিউড়ি (Birbhum- suri) থানার অন্তর্গত কলেজ পাড়ায়। ঘুমের মাঝেই যুবকের রহস্যমৃত্যু। পুলিশ সূএে জানা গিয়েছে, ঘর থেকে মুখ-গলা ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার দেহ হয়। হেডফোন বিস্ফোরণে মৃত্যু বলে মনে করা হলেও আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। কারণ, মৃতের লেপে মিলেছে চকলেট বোমা! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের দাদা সত্যপ্রিয় দাস জানিয়েছেন, তার ভাইয়ের নাম সুপ্রিয় দাস। বয়স ৩০ বছর। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে যায়। মাঝরাতে বিকট শব্দ পান পরিবারের সদস্যরা। দোতলায় গিয়ে তাঁরা দেখেন, সুপ্রিয় লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় কাছে যেতেই তাঁরা দেখেন ভয়ংকর দৃশ্য। ছিন্নভিন্ন সুপ্রিয়র মুখ-গলা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

আরও পড়ুন-প্রতিকূলতাকে জয় করার নতুন বছর: শুভেচ্ছা বার্তা অভিষেকের

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, হেডফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু দেহ হাসপাতালে পাঠানোর পর জানা যায়, যুবকের লেপের মধ্যে ছিল চকলেট বোমা। এখানেই শেষ নয়, যুবকের মুখের ভিতর থেকে সুতো ও দেশলাই মিলেছে। এদিকে ঘর থেকে উদ্ধার হয়েছে হেডফোনও। ফলে মনে করা হচ্ছে, মুখে ভিতর চকলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। কিন্তু কেন? সূত্রের খবর, যুবকের ল্যাপটপ থেকে প্রচুর অবসাদ আচ্ছন্ন লেখা মিলেছে। পাশাপাশি উঠে এসেছে আর্থিক সংকটের তথ্যও। তবে কি সেই কারণেই চরম সিদ্ধান্ত? খতিয়ে দেখছে পুলিশ।

Latest article