দিঘায় মন্দিরের সামনে কোটি টাকায় হচ্ছে পাখি-উদ্যান

এবার শিশুদের মন কাড়তে বিশেষ উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। জগন্নাথ মন্দিরের সামনেই ঝাউয়ের জঙ্গলে গড়ে তোলা হবে বিশেষ পাখি পার্ক।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: এপ্রিলেই দিঘায় জগন্নাথ মন্দির খুলে দেওয়া হবে সাধারণের জন্য। তা নিয়ে পর্যটকদের আগ্রহ তুঙ্গে। এবার শিশুদের মন কাড়তে বিশেষ উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। জগন্নাথ মন্দিরের সামনেই ঝাউয়ের জঙ্গলে গড়ে তোলা হবে বিশেষ পাখি পার্ক। পাখির কলতানে মুখর হবে এলাকা, যা শিশুদের মন কাড়বে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পার্কের কাজ।

আরও পড়ুন- নেই শীতের দাপট, কুয়াশায় বিঘ্ন ট্রেন-উড়ান পরিষেবায়

এপ্রিলের আগেই যাতে শেষ হয়ে যায় সেজন্য বাড়তি জোর দেওয়া হয়েছে। দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছে। জগন্নাথ মন্দিরের সামনে ঝাউঘেরা বনাঞ্চলকে সাজিয়ে তোলা হচ্ছে। সামনের নয়নজুলিও পরিবেশবান্ধবভাবে সাজিয়ে তোলা হচ্ছে। লালপাথর দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে পার্কে ঢোকার রাস্তা। মন্দির থেকে বেরিয়ে পর্যটকেরা বিশ্রাম নিতে পারবেন এখানে। পার্কে কোনও কৃত্রিম জিনিস ব্যবহার করা হবে না। উল্টে পাখিদের বাস উপযোগী করে সাজিয়ে তোলা হবে গোটা এলাকা। তাতেই পাখিরা ভিড় জমাবে। বিকেলের পর প্রবেশ করা যাবে না। ইতিমধ্যে জিরাফ, কুমির, হরিণ ইত্যাদি প্রাণীর মডেল বসানো হয়েছে। তা এখনই ভিড় করছেন মানুষ।
উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস জানিয়েছেন, মন্দির উদ্বোধনের আগেই পার্কের কাজ শেষ হয়ে যাবে। পাখিদের জন্য ঝুলন্ত খাঁচা, হাঁড়ি ইত্যাদি থাকবে।

Latest article