উত্তরপ্রদেশের আমরোহার (Uttar Pradesh Amroha) নওগাওয়ান সাদাত এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক বিজেপি (BJP) নেত্রীর মৃত্যু হয়েছে। সরিতা সিং নামে ওই বিজেপি নেত্রী নূরপুর থেকে মোরাদাবাদে বাড়ি ফিরছিলেন। সংঘর্ষের সাথে সাথেই গাড়িতে আগুন ধরে যায়। এর ফলেই তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আহত বিজেপি নেত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন-দুর্গাপূজায় নতুন জামা না পেয়ে নদীতে ঝাঁপ দিল শিশু, চলছে উদ্ধারকাজ
পুলিশ জানিয়েছে, রাত একটা নাগাদ বিজেপি নেত্রী নূরপুর থেকে মোরাদাবাদে নিজের বাড়িতে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। আগুনে আটকে পড়ে আহত নেত্রী গুরুতরভাবে দগ্ধ হন। এদিকে, সিংয়ের মোবাইলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে একটি কল আসে যার কারণে পুলিশ তাকে সনাক্ত করতে পারে। সিও অঞ্জলি কাটারিয়া বলেছেন যে মামলায় ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তাকে সনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের ত্রুটি হবেনা বলেই জানিয়েছে পুলিশ।