গত বুধবার দুঃসাহসিক এক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। আগ্নেয়াস্ত্র নিয়ে একটি সমবায় ব্যাঙ্ক (bank) লুট করে দুষ্কৃতীরা। ব্যাঙ্কের ক্যাশিয়ারকেও এদিন গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শুরু হয় পুলিশের সাথে গুলির লড়াই হয়। ২ দুষ্কৃতী এই ঘটনায় জখম হন। একজনের পায়ে এবং অন্যজনের কোমরে গুলি লাগে। কিছুক্ষনের মধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। সেখানে রয়েছে মাস্টারমাইন্ড সমীর মণ্ডল। এই সমীর আসলে গাজোলের বাসিন্দা। কৃষ্ণপুরের সমবায় ব্যাঙ্কের কাছেই তার বাড়ি। তিনি একজন বিজেপি নেতা বলে এলাকায় পরিচিত। গত পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে সমীর ভোটে লড়েছিল। খোদ সমীরের বাবা রতন মণ্ডল জানিয়েছেন, সমীর ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রানিগঞ্জ -২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে লড়েছিল। তবে জয়ী হন নি।
আরও পড়ুন-পরিবেশের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের জন্য ইলেকট্রিক সাইকেল!
সূত্রের খবর, ভোটে হারার পরেই বেশ কয়েকটি মামলায় সমীরকে গ্রেফতার করা হয়েছে। চুরি, ছিনতাই বা ডাকাতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে যদিও জামিনে মুক্তি পান তিনি। যদিও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা সমীর।