নয়াদিল্লি: আগামী ২৬ নভেম্বর সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে সংবিধান দিবস। এবারে সংসদে শীতকালীন অধিবেশনে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে রয়েছে জনবিশ্বাস সংশোধনী বিল। গত ৮ আগস্ট লোকসভায় পেশ হয়েছিল বিলটি। পরে সেটিকে পাঠানো হয় সিলেক্ট কমিটিতে।
আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার স্লিপার সেলের মাস্টার কিং
আসতে পারে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্কক্রাপটসি অ্যামেন্ডমেন্ট বিল, যেটি লোকসভায় পেশ হয়েছিল গত ১২ অগাস্ট। আসার কথা দ্যা কনস্টিটিউশন (১৩১ অ্যামেন্ডমেন্ট) বিল। উচ্চশিক্ষা সংক্রান্ত একটি বিলও পেশ করার কথা শীতকালীন অধিবেশনে। এছাড়া প্রস্তাবিত বিলগুলির মধ্যে আছে মণিপুর গুড অ্যান্ড সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট বিল, দ্যা রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল, দ্যা নেশন্যাল হাইওয়ে অ্যামেন্ডমেন্ট বিল, দ্যা অটোমিক অনার্জি বিল, দ্যা করর্পোরেট অ্যামেন্ডমেন্ট বিল-সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল।

