পর্যটকদের সুবিধায় কোচবিহার পুরসভার একগুচ্ছ উদ্যোগ

পর্যটকদের সুবিধায় একগুচ্ছ উদ্যোগ নিল কোচবিহার পুরসভা।

Must read

রৌনক কুণ্ডু, কোচবিহার: পর্যটকদের সুবিধায় একগুচ্ছ উদ্যোগ নিল কোচবিহার পুরসভা। সোমবার এই মর্মে আধিকারিক এবং হোটেল মালিকদের নিয়ে একটি বৈঠকও করেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হোটেল ব্যবসায়ীদের এই বৈঠকে বলা হয়েছে , সব হোটেল গুলিতে যাতে খাবারের মান যাচাই করা হয়। যাতে খাবারের গুণগত মান ভালো হয়। এছাড়াও হোটেল রুম গুলিতে যাতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেব্যাপারেও হোটেল মালিকদের সতর্ক করেন পুরপতি। এদিন পুরসভার হলঘরে কোচবিহার শহরের হোটেল মালিক দের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘন্টা দুয়েকের বৈঠক হয়েছে।

আরও পড়ুন-একাধিক প্রকল্পের কাজ পরিদর্শনে মালদহের জেলাশাসক

কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন , তিনি হোটেল মালিক দের পরামর্শ দিয়েছেন যাতে হোটেল গুলি থাকা খাবারের সুবন্দোবস্তর পাশাপাশি রাতে বিনোদোনের জন্য স্থানীয় শিল্পীদের লোক গান ও লোক নৃত্যের আয়োজন করা হয়। এর মাধ্যমে স্থানীয় শিল্প কৃষ্টির প্রচার হবে ও পর্যটকরাও আগ্রহ বাড়বে এই রাজার শহরে বেড়াতে আসার। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হেরিটেজ শহরের স্বীকৃতি পেয়েছে কোচবিহার। এই শহরের দেড়শোর বেশি রাজআমলের স্থাপত্য সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যসরকারের ভাবনায়। সেই শহরে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাদের থাকার জন্য যাতে হোটেল গুলিতে সুবন্দোবস্ত থাকে সেব্যাপারে হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে। এদিকে হোটেল মালিক পক্ষ প্রস্তাব দিয়েছে পুরসভাকে যাতে শহরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে।

Latest article