মোদীরাজ্যে কবর থেকে দেহ চুরি করে গাড়িতে আগুন ধরালেন ব্যবসায়ী

এরপর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। সেই সঙ্গে দলপতের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।

Must read

গুজরাতের (Gujrat) বনাসকান্থা জেলার ওয়াডগাম গ্রামে কবর থেকে দেহ চুরি করে সেই দেহ নিজের গাড়ির চালকের আসনে বসিয়ে আগুন ধরিয়ে দেন এক ব্যবসায়ী। রাস্তার মাঝে অগ্নিদগ্ধ গাড়ি ও ভিতরে ঝলসানো দেহ উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। পুলিশ এসে দেহ এবং গাড়িটি উদ্ধার করে। খোঁজ নিয়ে দেখা যায় গাড়িটি ব্যবসায়ী দলপত সিংহ পারমারের। এরপর তাঁর পরিবারকে ঘটনাস্থলে ডাকা হলে গাড়ি দেখে তাঁরা দাবি করেন, দেহটি দলপতের।

আরও পড়ুন-রাজ্যের পরিবহন দফতরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এরপর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। সেই সঙ্গে দলপতের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু দেখা যায় সেই ঝলসে যাওয়া ব্যক্তির সঙ্গে দলপতের পরিবারের সদস্যদের নমুনা মেলেনি। তবে দেহটি কিভাবে গাড়িতে এল সেই নিয়ে ধোঁয়াশায় পুলিশ। আশপাশে সিসিটিভি আছে কি না তা দেখা হয়। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা আসল ঘটনা বুঝতে পারেন। সেখানে দেখা যাচ্ছে, কবর থেকে এক ব্যক্তির দেহ চুরি করছেন বেশ কয়েক জন। সেটি নিয়ে দলপতের গাড়িতে বসিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ফুটেজ থেকে দলপত-সহ চার জনকে চিহ্নিত করে তাদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করে পুলিশ জানতে পারে, মৃতদেহ চুরি এবং গাড়িতে বসিয়ে সেটা জ্বালিয়ে দেওয়ার জন্য দলপত তাদের নিযুক্ত করেন, টাকাও দেন।

আরও পড়ুন-প্রাথমিকে সেমিস্টার নয়, শিক্ষামন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, বাজারে কয়েক কোটি টাকা দলপতের দেনা হয়ে গিয়েছিল। দেড় কোটি টাকার জীবন বিমা ছিল তাঁর নামে। সেই টাকা আদায় করতেই নিজের গাড়িতে কবর থেকে চুরি করা দেহ জ্বালিয়ে দিয়ে নিজেকে মৃত বলে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই সব প্রকাশ্যে এসে তার প্ল্যান ভেস্তে যায়। জানা গিয়েছে, গাড়ি থেকে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তাঁর চার মাস আগে মৃত্যু হয়েছিল।

 

 

Latest article