প্রতিবেদন: ট্রেলারের পেছনে যাত্রীবোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ১০ জন। বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে। যাত্রীবোঝাই একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারলে প্রাণ হারান গাড়ির ১০ যাত্রী। পুলিশসূত্রে জানা গিয়েছে, বরোদা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এমনভাবে ঢুকে যায় ট্রাকের নিচে যে সামনের অংশ একেবারে দুমড়ে -মুচড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। কিন্তু ততক্ষণে ১০ যাত্রর ৮ জনেরই মৃত্যু হয়েছে। বেঁচেছিলেন মাত্র দু-জন। তবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদেরও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন-ফৌজদারি মামলা সবচেয়ে বেশি বিজেপি প্রার্থীদের বিরুদ্ধেই
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে এমনভাবে দুমড়ে যায় গাড়িটি, যে আহত এবং নিহতদের উদ্ধার করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। ক্রেন দিয়ে গাড়িটি টেনে বের করে গ্যাসকাটার দিয়ে দরজা কেটে বের করতে হয় মৃতদেহ এবং জখমদের। দিনের ব্যস্ত সময়ে ব্যাপক যানজট দেখা দেয় এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। যান্ত্রিক গোলযোগ নাকি বেপরোয়া গতি এই দুর্ঘটনার নেপথ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে।