মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার চেক

এদিকে নিহত শ্যামলের পরিবারেরও একই মত। নিহত যুবক মনু কুমারের ভাই সনুকুমার জানায়, ভাইয়ের তরতাজা প্রাণটা চলে গেল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মানবিক নজির মমতা সরকারের। নদীতে বালি খাদানে বালি-পাথর ধসে মৃত ভিনরাজ্যের নিবাসী-সহ তিন শ্রমিককে রাজ্যের তরফে ২ লক্ষ টাকা পরিবার পিছু ক্ষতিপূরণ। ঘটনায় পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দেন। অসহায় পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন-তৃণমূল বুথ সভাপতি খুনে ধৃত বিজেপির দুই মূল চক্রী

কঠিন মুহূর্তে আর্থিক প্রতিকূলতা কিছুটা লাঘব হল বলেই মনে করছে অসহায় পরিবারগুলি। উল্লেখ্য, সোমবার ভোরে অবৈধ বালি খাদানে বেআইনি ভাবে বালি খননে মৃত্যু হয় দুই নাবালক সহ এক যুবকের। নিহত রোহিত সাহানি, শ্যামল সাহানি ও যুবক মনু কুমার। নিহতদের মধ্যে রোহিত বিহারের সীতামরির বাসিন্দা। মাটিগাড়া ত্রিপালি জোত এলাকায় দিদার বাড়িতে বেড়াতে এসে বালাসন নদীতে বেআইনি বালি উত্তোলনের কাজে গিয়েছিল। নাবালক শ্যামল ও যুবক মনু ত্রিপালি এলাকারই বাসিন্দা। এদিন দোল উৎসবের সকালে পুরনিগমের মেয়র গৌতম দেব নিহতদের বাড়িতে গিয়ে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দেন।

আরও পড়ুন-রাজ্যের সহযোগিতায় বেড়েছে হোম-স্টে, সেজেছে ঐতিহ্যস্থান, পর্যটনে রমরমা জঙ্গলমহল

নিহত নাবালক রোহিতের মা রিতা সাহানি জানান, বেড়াতে এসে ছেলেকে হারিয়েছি। সরকার কঠিন সময়ে একদিনে এত বড় টাকা প্রদান করায় আর্থিক সমস্যা কিছুটা মিটবে। এদিকে নিহত শ্যামলের পরিবারেরও একই মত। নিহত যুবক মনু কুমারের ভাই সনুকুমার জানায়, ভাইয়ের তরতাজা প্রাণটা চলে গেল। বেআইনি জেনেও পেটের দায়ে খাদানে অবৈধ খননে নামতে হয়। বাড়িতে আরও এক ভাই ও বৃদ্ধ বাবা রয়েছে। সরকারের তরফে ক্ষতিপূরণ বাবদ এই এককালীন টাকা কাজে লাগবে। এদিন চেক প্রদানের পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মর্মাহত এই ঘটনায়। তিনি শোক ব্যক্ত করেছেন। সরকারের তরফে দুই লক্ষ টাকা পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

Latest article