স্বচ্ছ ভারত মিশনের হাল প্রকল্পে তৈরি শৌচাগার ভেঙে মৃত্যু হল শিশুর

কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার ঢাকঢোল পিটিয়ে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কথা প্রচার করে থাকে। এই প্রকল্পে তৈরি হয়েছিল একটি শৌচাগার

Must read

প্রতিবেদন : কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার ঢাকঢোল পিটিয়ে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কথা প্রচার করে থাকে। এই প্রকল্পে তৈরি হয়েছিল একটি শৌচাগার। কিন্তু সেই শৌচাগারের নির্মাণ সামগ্রী এতটাই নিম্নমানের ছিল যে, ইট-সিমেন্টের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ছাপারতলা গ্রামের মগালগঞ্জে।

আরও পড়ুন-টেস্ট ফাইনালে চোখ দ্রাবিড়ের

এলাকাবাসী জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই শিশুটি আরও তিনজনের সঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। ওই শিশুটির বাড়িতেই সদ্য তৈরি হয়েছে স্বচ্ছ ভারত মিশনে একটি শৌচাগার। সেখানে খেলা করার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শৌচাগারের দেওয়াল। পাঁচিলের নিচে চাপা পড়ে যায় ওই শিশু। অন্যরা অবশ্য ভয় পেয়ে পালিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক শিশুটি পাঁচিলের নিচে চাপা পড়ে থাকে। বাড়ির লোক খুঁজতে গিয়ে ধ্বংসস্তূপের তলায় শিশুটিকে পড়ে থাকতে দেখে। চাঙড় সরিয়ে শিশুটিকে যখন উদ্ধার করা হয় তখন অবশ্য তার শরীরে প্রাণ ছিল না। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান।

আরও পড়ুন-নাইটদের চিন্তা বাড়ালেন শ্রেয়স

এ ঘটনায় মৃত শিশুর বাবা লাট্টু প্রসাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও ইট দিয়ে শৌচাগারটি তৈরি করা হয়েছিল। তাঁদের গ্রামে এ ধরনের আরও ২০টি শৌচাগর তৈরি হয়েছে। যেগুলি ব্যবহার করা যায় না। ওই শৌচগারগুলিও যে কোনওদিন ধসে পড়ে বড় মাপের বিপদ হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের তৈরি শৌচাগার নিয়ে এর আগেও একাধিকবার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এ ধরনের শৌচাগার তৈরি করা হচ্ছে।

Latest article