সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) চাইল্ড ফ্রেন্ডলি কোর্টের (Child Friendly Court) উদ্বোধন হতে চলেছে ২৪ নভেম্বর। ২০১৩-র পক্সো আইনে (Pocso Act) শিশুবান্ধব আদালত থাকার বিষয়টির উল্লেখ থাকলেও দিনাজপুর জেলা আদালতে পরিকাঠামোর অভাবে তা ছিল না। তাতে পক্সো আইনে চলা মামলাগুলির বিচারে শিশুমনে প্রভাব পড়বার সম্ভাবনা ছিল অনেক বেশি। গতানুগতিক আদালতের পরিবেশ শিশুমনে ভীতির কারণ হতে পারে, আশঙ্কা ছিল মনোবিদদেরও। শিশুবান্ধব আদালত (Child Friendly Court) চালু হলে তার সমাধান হবে।
আরও পড়ুন-Naka Checking: আবার ব্রেদ অ্যানালাইজার শহরে পুলিশের নাকা চেকিং
খবর, জেলা আদালত চত্বরের একটি ভবনকে ইতিমধ্যেই শিশুবান্ধব আদালত হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই আদালতের ভিতরে থাকবে শিশুদের জন্য নানাবিধ খেলনা থেকে শুরু করে রঙ-পেন্সিল, খাতা-কলম, বই। থাকবে ভিডিও স্ক্রিনের মাধ্যমে বিচারের ব্যবস্থা। বিচার চলাকালীন এই ভিডিও স্ক্রিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি শিশুকে দেখতে পেলেও শিশু অভিযুক্তকে দেখতে পাবে না। এতে শিশুমনে বিরূপ প্রভাব পড়বে না। জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী (Ritabrata Chakraborty) জানালেন, ২৪ নভেম্বর দক্ষিণ দিনাজপুরে শিশুবান্ধব আদালতের উদ্বোধন হতে চলেছে।