বিয়ের প্রস্তাবে নারাজ দশম শ্রেণীর ছাত্রী। এরপরেই ঠান্ডা পানীয়ের সঙ্গে কিশোরীকে কীটনাশক খাইয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আকাশ সামন্ত নামক এক যুবককে। মঙ্গলবার রাতে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে (Tamluk Medical college and Hospital) ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সেই তরুণীর বান্ধবীরও। দশম শ্রেণির ওই ছাত্রী চণ্ডীপুর হাইস্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আকাশ এক রাজমিস্ত্রির সহকারী। কিছুদিন আগেই মেয়েটির পাশের বাড়িতে সে কাজ করতে যায় আর সেখানেই আকাশ মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করতে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় সে। গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে কিশোরী ও তার বান্ধবী এলাকার একটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় আকাশ তাদের পথ আটকায়। সেখানেও সে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সেই যুবক দু’জনকে ঠান্ডা পানীয় খাওয়ায়। সেখানেই মেশানো হয় কীটনাশক।
আরও পড়ুন-কলকাতায় বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ
এদিন সেই পানীয় খেয়ে বাড়ি ফিরে ওই ছাত্রী ও তার বান্ধবী দুজনেই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় দু’জনকেই তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই মারা যায় সেই ছাত্রীটি। তার বান্ধবীকে সুস্থ করার চেষ্টা করলেও মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফে আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।