নীতীশের বিহারে নর্তকীকে গণধর্ষণ

Must read

পাটনা : বিজেপি-নীতীশের বিহারে (Bihar Gang-rape) আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও তলানিতে এসে ঠেকেছে। বাস্তবিক অর্থেই ক্ষমতায় ফেরার পরে বিহারের পরিস্থিতি যেন পুরোপুরি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশের। ধর্ষণ, খুন—একের পর এক ন্যক্কারজনক ঘটনায় আতঙ্কিত রাজ্যের আমজনতা। এবার রাতের অন্ধকারে এক নর্তকীকে গুদামে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল মত্ত ৬ দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ণিয়া জেলায় শনিবার রাতে। মত্ত এক ধর্ষণকারীর ফোন থেকেই কোনওরকমে পুলিশকে খবর দেন নির্যাতিতা। ডায়াল করেন ১১২ নম্বরে। পুলিশ এসে গুদামের ভেতর থেকে উদ্ধার করে নির্যাতিতা নর্তকীকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ ওই নর্তকীকে অপহরণ করে ২ জন। গাড়িতে তুলে নিয়ে ২৫ কিমি দূরে একটি গুদামে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অপেক্ষা করছিল আরও ৪ জন। নর্তকীকে জোর করে মদ্যপান করিয়ে তাঁকে নাচতে বাধ্য করে দুষ্কৃতীরা। তারপরে ৬ জন মিলে ধর্ষণ (Bihar Gang-rape) করে তাঁকে। এখানেই শেষ নয়, ব্যাপক মারধরও করা হয় ধর্ষিতাকে। তাঁকে গুদামে আটকে রেখে চম্পট দেয় ৫ অভিযুক্ত। কিন্তু এক অভিযুক্ত এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে গুদামেই ঘুমিয়ে পড়ে সে। পুলিশ এসে গুদাম থেকে নর্তকীকে উদ্ধার করে গ্রেফতার করে ওই অভিযুক্তকে। বাকিরা অধরা। এই ঘটনায় বিজেপির বিহারে প্রশাসনের অপদার্থতা প্রমাণ হল।

আরও পড়ুন- শুনানির নামে হেনস্থা বন্ধ হোক! সিইও-র কাছে দাবি নাগরিক মঞ্চের

Latest article