সংবাদদাতা, বসিরহাট: স্বপ্ন ছিল পুলিশ হবেন। মেয়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কিন্তু সে ইচ্ছে অপূর্ণই থেকে গেল হাড়োয়ার (Haroa) বছর কুড়ির মরিয়ম খাতুনের।নিজের ঘর থেকেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। আত্মহত্যা, না পিছনে অন্য কোনও কারণ, ধোঁয়াশায় পরিবার ও পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের মাখলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মরিয়ম নিজের ঘরের দরজা হঠাৎই বন্ধ করে দেয়।বেশ কিছুক্ষণ দরজা না খোলায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। কোনও সাড়া না পেয়ে তড়িঘড়ি ঘরের দরজা ভেঙ্গে দেখে মরিয়মের ঝুলন্ত দেহ। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মরিয়মকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। যুবতীর অকাল মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি মাখলা গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সিবিআইয়ের নিস্ক্রিয়তা নিয়ে সরব পার্থ ভৌমিক