কর্ণাটকের সরকারি হাসপাতালে সদ্যোজাতকে মুখে করে দৌড় কুকুরের

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Must read

সরকারি হাসপাতালেই সদ্যোজাতকে (newborn) মুখে করে নিয়ে দৌড়োচ্ছে একটি কুকুর! নজিরবিহীন ঘটনা ঘটল কর্ণাটকের শিবমোগা জেলার একটি সরকারি হাসপাতালে। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের থেকে একটি নবজাতকের মৃতদেহ টেনে নিয়ে যায় একটি কুকুর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। অন্যান্য প্রসূতিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। কুকুরটি কিভাবে পেল সদ্যোজাতের দেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-নজরে রাজস্থান, নাবালিকাকে খুন করে দেহ খণ্ড করে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হল

হাসপাতালের নিরাপত্তা রক্ষী তরফে জানা যায়, শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। তখনই কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। দেখেই নিরাপত্তারক্ষীরা কুকুরটিকে তাড়া করে। সদ্যোজাতকে অনেক কষ্টে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে পারেন নিরাপত্তারক্ষীরা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। পথ কুকুরদের বাড়বাড়ন্ত আটকাতেও তৎপর হয়েছে প্রশাসন। কুকুরের কামড়ের আগে নবজাতকের মৃত্যু হয়েছে কিনা জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-‘এবার দুয়ারে সরকার বুথে-বুথে হচ্ছে’ খেজুরির মঞ্চে ‘লাট সাহেব’ বলে বামদের নিশানা মমতার

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

Latest article