শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা আন্দোলনরত এক কৃষকের

গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক (Farmer) । তিন সপ্তাহের মধ্যেই ফের এক কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল।

Must read

গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক (Farmer) । তিন সপ্তাহের মধ্যেই ফের এক কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল। আজ, শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক। দ্রুত তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত কৃষক পঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। আজ, বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত বাকি কৃষকদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ ৫৫ বছরের ওই প্রৌঢ় বিষ খেয়ে নেন। আন্দোলনকারী আরেকজন কৃষক তেজভীর সিংহ এই মর্মে অভিযোগ জানান কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন-শৈত্যপ্রবাহ উত্তর ভারতে, ৫ ডিগ্রির নীচে পারদ

নভেম্বরের শেষ থেকে দফায় দফায় শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে কৃষকেরা এগোনোর চেষ্টা করেছিলেন। এরপরেই বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এলাকায় জারি হয় ১৬৩ ধারা। কৃষকেরা ব্যারিকেড তোয়াক্কা না করে এগোতে গেলে তাঁদের সঙ্গে রীতিমত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। কৃষকদের উদ্দেশ্যে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

আরও পড়ুন-মানালিতে প্যারাগ্লাইডিংয়ের সময় নীচে পড়ে মৃত্যু পর্যটকের

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), পেনশনের ব্যবস্থা, কৃষিঋণ মকুব এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে অনেকদিন ধরে কৃষকদের এই আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে আছেন কৃষকেরা। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর তার শারীরিক অবস্থা এখন বেশ সঙ্কটজনক।

 

 

 

 

Latest article