প্রতিবেদন: বলিউড তারকা সইফ আলি খানের ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর হামলা চালানোর ঘটনার তদন্তে প্রশ্নের মুখে মুম্বই পুলিশের ভূমিকা। আদৌ সঠিক অপরাধী গ্রেফতার হয়েছে কি না, সেই প্রশ্ন উঠছে বারবার। সইফের বাড়ি থেকে সংগৃহীত ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ধৃত বাংলাদেশি নাগরিক শরিফুলের ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ঘনীভূত হচ্ছে রহস্য। অথচ সেই শরিফুলেরই খোঁজে সোজা কলকাতা চলে এসেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফলে মুম্বই পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বাংলাকে বদনাম করার রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না সেই প্রশ্নও উঠে গেল। সইফ ইস্যুতে প্রথমে ভুল লোককে আটক ও মুক্তির পর অবশেষে শরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ১৫ জানুয়ারি সইফ আলি খানের বাড়িতে হামলায় অভিযুক্ত হিসাবে আদালতে তাকেই পেশ করেছে মুম্বই পুলিশ। কিন্তু এরপরই শরিফুলের বাবা বাংলাদেশের বিএনপি নেতা মহম্মদ রুহুল দাবি করেন, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যুবক আদৌ তাঁর ছেলে শরিফুল নয়। মিথ্যা অভিযোগে অন্য এক অপরাধীর দোষ তাঁর ছেলের উপর চাপানো হচ্ছে।
আরও পড়ুন- হাসিনাকে সরানোর মূল চক্রীকে গলাধাক্কা দিল ট্রাম্প প্রশাসন
জানা যাচ্ছে, হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে সইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯ জোড়া আঙুলের ছাপ সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি আঙুলের ছাপও শরিফুলের সঙ্গে মেলেনি বলে সূত্রের খবর। যদিও নিজেদের দোষ ঢাকতে নতুন করে আরও কিছু আঙুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। এরপরই প্রশ্ন, তাহলে কি সইফ-তদন্তের মোড় ঘুরতে চলেছে অন্য দিকে? জানা গিয়েছে, ধৃত শরিফুল ইসলাম শাহজাদের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেনসিক পরীক্ষার জন্য। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মেলেনি শরিফুলের সঙ্গে। প্রশ্ন উঠছে, আদৌ শরিফুলই সইফের বাড়িতে হামলা চালিয়েছিলেন তো? নাকি শরিফুলের বাবার সন্দেহই ঠিক? আদতে শরিফুল অপরাধী কি না তা নিয়ে হাজারো প্রশ্নের মাঝে এবার বাংলায় চলে এল মুম্বই পুলিশের একটি দল। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শরিফুলের গতিবিধি নিয়ে তদন্ত চালাবে তারা। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মূল তদন্তকে বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যুর দিকে ঘুরিয়ে দিয়ে কি নজর ঘোরাচ্ছে মুম্বই পুলিশ? বিজেপির বাংলা বিরোধী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিতেই কি ভুলপথে এগনো হচ্ছে তদন্ত?
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…