ভোররাতে দিল্লিতে (Delhi) এক আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। মৃতদের মধ্যে দু’টি আশিশু ও দম্পতি রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। পূর্ব দিল্লির শাস্ত্রীনগরে গীতা কলোনির কাছে একটি পাঁচতলা আবাসিক ভবনে এই আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। আগুন দেখতে পেয়েই খবর পাঠানো হয় দমকলকে। খবর পেয়েই ৯টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ২৫ জন দমকল কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে চারজনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-‘কৃষক দিবসে’ সকল কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে আনার পরে মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই ৯ জনের মধ্যে দু’টি শিশু এবং এক মহিলা ও এক পুরুষকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দুই শিশুর একজনের বয়স ৩ বছর, অপরজনের ৫ বছর। সহধরার ডিএসপি শঙ্কর চৌধুরী এই মর্মে জানান, ভোর ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পুলিশকে প্রথম জানানো হয়। এরপরই স্থানীয় পুলিশ থানা থেকে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলকেও খবর দেওয়া হয়। তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়।