সংবাদদাতা, শিলিগুড়ি: জোট করেও লাভ হল না। পাহাড়ে সব আসনে প্রার্থী দিতে ব্যর্থ হল বিজেপি। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে জোট করে নির্বাচনে লড়াইয়ের আসরে নামে বিজেপি সংসদ। বার বার বৈঠক ও মিটিংয়ের পরে বিজেপি পাহাড়ের রাজনৈতিক দল হামরো পার্টি, মোর্চা, জিএনএলএফ, সিপিআরএম-সহ আরও ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করে। সরাসরি সাংবাদিক বৈঠক করে জোটের কথা ঘোষণা করে বিজেপি।
আরও পড়ুন-পিডিএ বনাম এনডিএ, ‘২৪-এর ভোটে বিজেপিকে সরানোর সূত্র অখিলেশের
কিন্তু পাহাড়ের দ্বিস্তরীয় নির্বাচনে সব পঞ্চায়েত আসনে জোট করেও সব দল মিলে সব আসনে প্রার্থী দিতে পারেনি। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যে তথ্য উঠে আসছে তাতে ৫৯৮টি পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি ২১১ আসনে প্রাথী দিয়েছে। হামরো পার্টি ২০৮টি আসনে, জিজেএম ৬৩টি, জিএনএলএফ ৬৫টি, সিপিআরএম ১২টি ও জাপ ২টি আসনে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে বিজেপি জোট ৫৬১টি আসনে প্রার্থী দিয়েছে। তবে বেশ কিছু আসনে নির্দল হিসেবে অনেকেই মনোনয়ন জমা করেছে। তাই মুখ রক্ষা করতে এবার সেই নির্দলদের নিজের দিকে টানতে আসরে নেমেছে বিজেপি।
আরও পড়ুন-বিজেপির হাতে খুন হয়েছিলেন দাদা জবাব দিতে এবার ভাই তৃণমূলপ্রার্থী
অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা বরাবরই জোট করে পাহাড়ে নির্বাচনে লড়াই করছে। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ২৬টি আসনা ও বিজিপিএম ৬০১টি আসনে মনোনয়ন জমা করেছে। বাড়তি আসনের প্রার্থী সময় মতো মনোনয়ন প্রত্যাহার করবে বলে বিজিপিএম জানিয়েছে।