সংবাদদাতা, রামপুরহাট : বিরোধীরা সব কিছুতেই ঘোঁট পাকাতে তৎপর। দিদির দূত হিসাবে হাঁসন কেন্দ্রের তেঁতুলিয়ায় দলীয় কর্মী সুজিত সরকারের বাড়িতে খেতে বসে, এক জরুরি ফোন আসায় উঠে যান। পরে এসে খান। কিন্তু রটে যায়, না খেয়ে সাংসদ চলে গিয়েছেন। শতাব্দী (Shatabdi Roy) নিজে পরে সাংবাদিকদের জানান, বাড়ির ভিতর খেয়েছি। উপোস করিনি। ভাত, ডাল, পাঁচ তরকারি, বেগুনভাজা, মাছভাজা, মাংস দিয়ে ভাত খেয়েছি। জনসংযোগে বেরিয়ে শুক্রবার সকালে প্রথমে মেলেডাঙা গ্রামে যান শতাব্দী (Shatabdi Roy)। গাড়ি থেকে নামতেই তাঁকে রাস্তার সমস্যার কথা বলেন গ্রামবাসীরা। শতাব্দী বলেন, জলজীবন মিশন প্রকল্পে জলের সংযোগ দিতে রাস্তা কাটা হচ্ছে। কিন্তু সারানো হচ্ছে না। সেটা নিশ্চয়ই দেখা হবে। আবাস যোজনা নিয়ে বলেন, কেন্দ্র জবকার্ডের কাজ বন্ধ রেখেছে, এটাই সমস্যার কারণ। এই কার্ড ছাড়া নতুন করে বাড়ি পাওয়া সম্ভব নয়। বিষয়টি তিনি দিদিকে জানাবেন।