নিউ ময়নাগুড়ির বেদগাড়া স্টেশনে লাইনচ্যুত একটি পণ্যবাহী মালগাড়ি

গত ৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের জবলপুরে সোমনাথ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ১৭ অগস্ট ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশে

Must read

উত্তরবঙ্গের (North Bengal) ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি এখনও তরতাজা মানুষের মনে। ফের একবার সেই উত্তবঙ্গেই লাইনচ্যুত হল আরও একটি ট্রেন। ঘটনাটি ঘটেছে নিউ ময়নাগুড়ির বেদগাড়া স্টেশনে।অসম থেকে এনজেপি যাওয়ার পথে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত একটি পণ্যবাহী মালগাড়ি। স্টেশনে ঢোকার আগেই ইঞ্জিন থেকে নিমেষে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। সকালে লাইনচ্যুত হয় মালগাড়িটির পাঁচটি বগি। এদিনের এই দুর্ঘটনার ফলে লাইনের পাশের একটি বৈদ্যুতিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিক কীভাবে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। রেল দফতরে খবর দেওয়া হলে রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেল সূত্রে খবর, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রেল বিভাগীয় তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-আজ বীরভূমের বন্যাকবলিত এলাকায় ঘুরে দেখবেন জননেত্রী

প্রসঙ্গত, দেশজুড়ে রেল দুর্ঘটনা এখন প্রতিদিনের ঘটনা এবং স্বাভাবিকভাবেই এর ফলে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বার বার। গত ৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের জবলপুরে সোমনাথ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ১৭ অগস্ট ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ২০টি কামরা। জুন মাসে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-মুম্বই মেল। একাধিক যাত্রীর মৃত্যু হয়।

Latest article