সংবাদদাতা, হাওড়া : জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের (TMC) জনসভায় জনপ্লাবন। শনিবার রাজাপুর স্কুলমাঠে। বক্তা ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র প্রমুখ। বৃহস্পতিবার এখানেই কার্যত ফাঁকা মাঠে সভা করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন-বহরমপুর গোরাবাজারে চালু হল অত্যাধুনিক বৈদ্যুতিকচুল্লি, তৃণমূল পরিচালিত পুরসভার আরেক সাফল্যের নজির
২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের সভায় ভিড় উপচে পড়ল। বিরোধী দলনেতার উদ্দেশে তোপ দেগে সায়নী বলেন, সবচেয়ে বেশি সুবিধাভোগী হলেন উনি। নিজে এবং পরিবারের সকলে তৃণমূলে থাকাকালীন সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সাংসদ, মন্ত্রী, বিধায়ক, পুরপ্রধান সবই তাঁর পরিবারের লোকজন ছিলেন। পরিবারতন্ত্র কায়েম করেছিলেন। ওঁরা বেইমানের সবচেয়ে বড় উদাহরণ। ওঁদের স্বরূপ রাজ্যের মানুষ জেনে ফেলেছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পে প্রাপ্য টাকা কেন্দ্র আটকে প্রতিহিংসার রাজনীতি করছে বলেও সায়নী অভিযোগ করেন। এর জবাব মানুষ পঞ্চায়েত ভোটেই বিজেপিকে দিয়ে দেবে। এক দিনের মধ্যে ডাকা এই সভায় যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় উপচে পড়ল, তাতে বোঝা যায় বাংলার মানুষের সমর্থন পুরোপুরি তৃণমূলের প্রতিই রয়েছে।