পুলিশি পাহারায় ধূপগুড়িতে ঘর বাঁধছে টিয়াপাখির দল

পাখির প্রতি ভালবাসা ও টিয়াপাখি সংরক্ষণের ভাবনা থেকেই এই অভিনব উদ্যোগ নেন ধূপগুড়ি থানায় পোস্টিং থাকা আইসি সুজয় তুঙ্গা।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: এখন শহরাঞ্চলে টিয়াপাখি দেখা যায় না বললেই চলে। তার উপর কোথাও টিয়াপাখি বাসা বেঁধেছে জানতে পারলে পাখিচোরের দল ধরে নিয়ে যায় বিক্রি করবার জন্য। তাই অধিকাংশ ক্ষেত্রে উঁচু গাছেই টিয়াপাখি বাসা বাঁধে। তবে ধূপগুড়িতে দেখা গেল অন্য ছবি। বিভিন্ন নিচু গাছেই বাসা বেঁধেছে টিয়ার দল আর তাদের বাসা পাহারা দিচ্ছে পুলিশ! ফলে নিশ্চিন্তে বড় হচ্ছে ওরা। গাছে গাছে দেখা যাচ্ছে খুনসুটি করতে। এমনকী গাছের নিচে মানুষ এসে দাঁড়ালেও উড়ে পালিয়ে যাচ্ছে না! কেউ ছানাকে খাওয়াচ্ছে, কোথাও বাবা বাচ্চাকে পাহারা দিচ্ছে, এমন দৃশ্যও দেখা যাচ্ছে ধূপগুড়ি থানাতে। থানাচত্বরে রয়েছে খান কুড়ি গাছ। গাছে ঝোলানো মাটির হাঁড়ি, সবুজ রঙ করে দেওয়া, যাতে পাখিরা ভয় না পায়।

আরও পড়ুন-এক বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ৯০ কোটির চিকিৎসা পরিষেবা নদিয়াতেই

পাখির প্রতি ভালবাসা ও টিয়াপাখি সংরক্ষণের ভাবনা থেকেই এই অভিনব উদ্যোগ নেন ধূপগুড়ি থানায় পোস্টিং থাকা আইসি সুজয় তুঙ্গা। তিনি প্রথম গাছের মগডালে মাটির হাঁড়ি ফুটো করে ঝুলিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তাতেই ধীরে ধীরে পরিবার বাড়াতে থাকে টিয়ারা। বর্তমান আইসি অনিন্দ্য ভট্টাচার্য এবং অন্য আধিকারিকরা তো বটেই সাধারণ পুলিশকর্মীরাও সব সময় পাখিগুলোর উপরে নজর রাখেন, যাতে কেউ বিরক্ত না করে বা ধরার চেষ্টা না করে। রাজ্যে আর কোনও থানায় এভাবে টিয়াপাখি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে শোনা যায় না।

Latest article