রেলের তুঘলকি কাণ্ড একগুচ্ছ ট্রেন বাতিল

হঠাৎ করে দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা অসুবিধার মুখে পড়বেন। বাংলা থেকে অসমের একগুচ্ছ ট্রেন থাকায় দুই রাজ্যের ট্রেন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : রেলের ফের তুঘলকি কাণ্ড। একসঙ্গে বাতিল বহু ট্রেন। ফলে নাকাল হবেন যাত্রীরা। কিছুদিন আগেই বাগডোগরার বিমানবন্দর সম্প্রসারণের কাজ চলার সময় বিমানের পাশাপাশি রেললাইনের কাজ হওয়ায় বন্ধ ছিল ট্রেনও। ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা। ফের একই পরিস্থিতি। এবার রেলের তৃতীয় লাইন চালু করার জন্য হাওড়া, বর্ধমান সেকশনের ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম ও মগড়া স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব ও উত্তর-পূর্ব রেলওয়ে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

আরও পড়ুন-পাহাড়ে গণতন্ত্র ধ্বংস চায় পদ্ম

এর মধ্যে অধিকাংশই অসম এবং বাংলার মধ্যে চলাচলকারী ট্রেন রয়েছে। কিছু ট্রেন রয়েছে, যেগুলি হাওড়া, শিয়ালদহের সঙ্গে বিহারের মধ্যে চলাচল করে। হঠাৎ করে দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা অসুবিধার মুখে পড়বেন। বাংলা থেকে অসমের একগুচ্ছ ট্রেন থাকায় দুই রাজ্যের ট্রেন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আরও পড়ুন-কলেজ খুলে হচ্ছে ক্লাস, নানান সাংস্কৃতিক উৎসব, কী উদ্দেশ্যে অনলাইন পরীক্ষা

বাতিল ট্রেনের তালিকা—
নিউআলিপুরদুয়ার-শিয়ালদহ-নিউআলিপুরদুয়ার, রাধিকাপুর- কলকাতা-রাধিকাপুর, কাটিহার- হাওড়া-কাটিহার, হাওড়া-বালুরঘাট- হাওড়া, হাওড়া-ডিব্রুগড়-হাওড়া, হাওড়া-ডিব্রুগড়-হাওড়া, শিয়ালদহ- সহরসা-শিয়ালদহ, হাওড়া-কাটিহার-হাওড়া, শিয়ালদহ-সহরসা-শিয়ালদহ, কামাখ্যা-পুরী- কামাখ্যা নিউজলপাইগুড়ি- শিয়ালদহ-নিউজলপাইগুড়ি -নিউজলপাইগুড়ি- দিঘা- নিউজলপাইগুড়ি কলকাতা-যোগবাণী- কলকাতা শিয়ালদহ- কামাখ্যা-শিয়ালদহ নিউজলপাইগুড়ি- কলকাতা-নিউজলপাইগুড়ি গৌহাটি-কলকাতা- গৌহাটি, হাওড়া-রাধিকাপুর-হাওড়া।

Latest article