তৃণমূল নেতার গাড়ি থামিয়ে আবেদন, মিলল প্রতিশ্রুতি

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : গাড়িতে উড়ছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পতাকা। তাই দেখেই গাড়ি থামানোর আবেদন একবিশেষ চাহিদাসম্পন্ন যুবকের। যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের নেতার কাছ থেকে সাহায্য মিলবেই, এই ভরসা নিয়েই আবেদন। নিজে কিছু করার আশায় শনিবার চোপড়া থেকে ইসলামপুরে এসে তৃণমূল (Trinamool Congress) ব্লক সভাপতি জাকির হোসেনের কাছে আবেদন জানান ওই যুবক। দয়া নয় সম্মানের সঙ্গে বাঁচতে চান উত্তর দিনাজপুর জেলার চোপড়ার গোঁয়াবাড়ির ধর্মগছ গ্রামের নাজির আলম। আজন্ম বিশেষ চাহিদা সম্পন্ন নাজির। পরিবারে বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে। জমিজমা থাকলেও আয় যথেষ্ট নয়। সংসারের দায়িত্ব তার উপরে। টোটো চালিয়ে পরিবার পালন করতে চান নাজির। তাই ইসলামপুরে এসে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের কাছে সহায়তা প্রার্থনা করেন। জাকিরের সামনে টোটো চালিয়েও দেখান। জাকির বলেন, মুখ্যমন্ত্রী সকলের জন্যই বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। কিন্তু তারপরেও নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে আর্থিক উপার্জন করতে চায় নজির। টোটো চালাতে পারে। তাকে কোনওভাবে একটি টোটোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জাকিরের প্রতিশ্রুতি পেয়ে খুশি নাজির।

আরও পড়ুন-পড়ুয়াদের বাঘ বললেন রাজ্যপাল

Latest article