বিহারে (Bihar) শিক্ষা দফতরের এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ভিজিল্যান্স দল কোটি কোটি টাকা উদ্ধার করল। আজ, বৃহস্পতিবার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) রজনীকান্ত প্রবীণের বাড়িতে তল্লাশি অভিযানে চালায় ভিজিল্যান্স দল। এদিন সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। পটনা থেকে ভিজিল্যান্সের আধিকারিকরা ডিইও রজনীকান্তকে জিজ্ঞাসাবাদ করছেন। সকাল থেকে তল্লাশিতে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য এরপর যন্ত্রও আনানো হয়েছে । ডিইওর বাড়ি ছাড়াও, তাঁর অন্য কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চলছে।
আরও পড়ুন-রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যুবকের দেহ উদ্ধার
প্রসঙ্গত, ডিইওর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির একাধিক অভিযোগ উঠেছিল।এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ প্রকাশ্যে আসে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভিজিল্যান্স টিম তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর টাকার পরিমাণ স্পষ্ট হয়নি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। ডিইওর বাড়ির দু’টি ঘরে খাটের ভিতর থেকে ৫০০, ১০০ এবং ২০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে।