ইউনিসেফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদেশে টাইপ-১ ডায়াবেটিস চিকিৎসায় বাংলাকে মডেল হিসেবে চিহ্নিত করেছে। এবং অদূর ভবিষ্যতে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। সেইসঙ্গে শিশুদের স্বাস্থ্য বিষয়েও তারা কাজ করবে। বিশেষ করে শিশুদের টাইপ-১ ডায়েবেটিসের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কাজ হবে। এ-খবর নিজেই তাঁর এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, বাংলা এখন দেশে মডেল। আমি খুশি যে তাঁরা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম ও কর্মক্ষমতাকে প্রশংসা করেছেন। এবং আমাদের সঙ্গে গভীরভাবে মিশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এই প্রথম নয়, এর আগেও স্বাস্থ্য-রোগী পরিষেবার ক্ষেত্রে রাজ্য গোটা দেশে নিজেদের দক্ষাতার ছাপ রেখেছে। বিশেষ করে কোভিডের সময় বাংলা যেভাবে কাজ করেছে, মানুষকে সামলেছে, গোটা দেশে তা উদাহরণ হয়ে আছে। এবার ডায়াবেটিসের মতো বিশ্বজোড়া কার্যত মারণ-রোগের বিরুদ্ধে বাংলাকে মডেল হিসেবে চিহ্নিত করায় আখেরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ-রাজ্যের চিকিৎসক-সহ স্বাস্থ্য পরিষেবায় এ-এক নতুন পালক যোগ হল। যা নিঃসন্দেহে গর্বের।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশে হামলার ছক! গোয়েন্দা রিপোর্টের পর বাড়ল নিরাপত্তা