একদিকে লেদার কমপ্লেক্স, অন্যদিকে শাড়ি ও হস্তশিল্প, বিপণনে নয়া দিগন্ত শপিংমল আলিপুরে

চর্মশিল্পে বাংলার খ্যাতি এখন বিশ্বজোড়া। এবার দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের সামনে একে আরও ভালভাবে তুলে ধরতে উদ্যোগী হল রাজ্য।

Must read

প্রতিবেদন : চর্মশিল্পে বাংলার খ্যাতি এখন বিশ্বজোড়া। এবার দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের সামনে একে আরও ভালভাবে তুলে ধরতে উদ্যোগী হল রাজ্য। জেল মিউজিয়ামের সামনে চর্ম ও কুটির শিল্প সামগ্রীর একটি শপিং মল তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। যেটি রূপায়ণের কাজ করবে হিডকো।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই শপিংমলের (shopping mall) ৫০ শতাংশ জায়গাতেই থাকবে কলকাতা লেদার কমপ্লেক্সের উৎপাদকদের তৈরি বিভিন্ন চর্মজাত পণ্য। আর বাকি ৫০ শতাংশ জায়গায় থাকবে বাংলার শাড়ি-সহ হস্তশিল্পের সম্ভার।

আরও পড়ুন-উদ্বোধনের প্রস্তুতি, প্যারিসে লকডাউন

নবান্নে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আলিপুরকে কেন্দ্র করে বিনোদন এবং বিপণনের নতুন একটি গন্তব্য তৈরি করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। চিড়িয়াখানার উল্টো দিকের একটি জমিতে পুরোদস্তুর একটি বাণিজ্য ও বিপণন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে থাকবে একটি মাল্টিপ্লেক্সও। প্রশাসনিক সূত্রে খবর, দ্বিতীয় কেন্দ্রটি হবে আলিপুর জেল মিউজিয়ামের পিছনে খালি জমিতে। সেই জমিতেই চর্মজাত দ্রব্য এবং বাংলার শাড়ির বিপণন কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে সরকার। ওই এলাকায় ধনধান্য এবং উত্তীর্ণ প্রেক্ষাগৃহ হয়েছে। সেই সঙ্গে সেখানে বড় আয়তনের আধুনিক পার্কিংয়ের জায়গাও রয়েছে। কলকাতা শহরের এমন প্রাণকেন্দ্রে যাতায়াত রয়েছে উচ্চবিত্ত থেকে সাধারণ মানুষ, সকলেরই। জেল মিউজিয়ামের কল্যাণে সেখানে পর্যটকদের আনাগোনাও অনেক বেড়েছে। ফলে ওই গোটা তল্লাট বিনোদন এবং বিপণনের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজ্য সরকার।

Latest article