টেরাকোটার মণ্ডপে ধরা পড়বে একটুকরো বিষ্ণুপুর

টেরাকোটা এবং পোড়ামাটির এই অনন্য কাজ দেখলে চোখ মন জুড়োতে বাধ্য। তবে সব জায়গায় থিমের ছাপ পড়লেও তা স্পর্শ করতে পারেনি মাতৃমূর্তিকে।

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : এ যেন একচিলতে বাঁকুড়া। তাও আবার সবার হাতের মুঠোয়। আর এমন অভিনব কাজটি করছে মধ্যমগ্রাম চৌমাথা ইয়ং রিক্রিয়েশন ক্লাব তাদের এ বছরের পুজোয়। এই বছর তাদের পুজোর ৩৬তম বর্ষ। আর এই বছরেই একটুকরো বিষ্ণুপুর তাদের মণ্ডপে তুলে আনছে বাঁকুড়া জেলার এই পুজো সংগঠন। পোড়ামাটির তৈরি কুলো, পুতুল আর ঘোড়ার ব্যবহার করে সেজে উঠেছে মণ্ডপ।

আরও পড়ুন-ভারতের কোনও অংশকে ‘পাকিস্তান’ বলা যাবে না, নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট

টেরাকোটা এবং পোড়ামাটির এই অনন্য কাজ দেখলে চোখ মন জুড়োতে বাধ্য। তবে সব জায়গায় থিমের ছাপ পড়লেও তা স্পর্শ করতে পারেনি মাতৃমূর্তিকে। মায়ের রূপ এখানে সাবেকি। জন্মলগ্ন থেকে একই ধরনের মাতৃপ্রতিমার আরাধনা করা হয় এই পুজোয়।

Latest article