এনকাউন্টারের গল্প মানল না বম্বে হাইকোর্ট

মুম্বাই পুলিশের এনকাউন্টার তত্বের কঠোর সমালোচনা করে হাইকোর্টর মন্তব্য, সেখানে ফাউল প্লে হয়েছে এবং ঘটনাটিকে আদৌ এনকাউন্টার বলা যাবে না

Must read

প্রতিবেদন : বদলাপুর যৌন নিপীড়নের অভিযুক্তের হেফাজতে মৃত্যু কে ‘এনকাউন্টার’ হিসেবে মেনে নিতে রাজি নয় বোম্বে হাইকোর্ট। মুম্বাই পুলিশের এনকাউন্টার তত্বের কঠোর সমালোচনা করে হাইকোর্টর মন্তব্য, সেখানে ফাউল প্লে হয়েছে এবং ঘটনাটিকে আদৌ এনকাউন্টার বলা যাবে না। অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে জেল থেকে বের করে আনার পর থেকে শিবাজি হাসপাতালে মৃত ঘোষণা করা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্যও আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-টেরাকোটার মণ্ডপে ধরা পড়বে একটুকরো বিষ্ণুপুর

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে বদলাপুরের একটি স্কুলে দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিন্ডেকে গত সোমবার তালোজা জেল থেকে বদলাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় শিন্ডে থানে পুলিশের সহকারী পরিদর্শক নীলেশ মোরের পিস্তল ছিনিয়ে নিয়ে এসকর্টিং পুলিশ দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিন পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় শিন্ডে। হাইকোর্টে চিফ পাবলিক প্রসিকিউটর ঘটনাক্রম বর্ণনা করার পর আদালত বলে, এটা বিশ্বাস করা কঠিন। প্রাথমিকভাবে, সেখানে ফাউল প্লে হয়েছে। একজন সাধারণ মানুষ একটি পিস্তল থেকে সহজে গুলি করতে পারে না, যেটা একটি রিভলভার থেকে যে কোন টম, ডিক এবং হ্যারি করতে পারে। একজন দুর্বল মানুষ পিস্তল লোড করতে পারে না কারণ এটির জন্য শক্তি দরকার। হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে ডের এবং পৃথ্বীরাজ চ্যাবনের ডিভিশন বেঞ্চে অভিযুক্তের বাবা আন্না শিন্ডের দায়ের করা আবেদনের শুনানি ছিল বুধবার। ভুয়া এনকাউন্টারে তাঁর ছেলের মৃত্যুর বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। আবেদনকারীর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফয়দা তুলতে শিন্ডেকে হত্যা করা হয়েছে।বেঞ্চ বলেছে, পুলিশ জড়িত থাকলেও আমরা নিরপেক্ষ তদন্ত চাই। আগামী ৩ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

Latest article