শনিবার মানেই অভাব অভিযোগ শোনবার পালা। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব (Gautam Deb) সেই মতো আজ ২৮ জন নাগরিকের নানা অভিযোগ শোনেন। তার মাঝে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওর্য়াড থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ঋষিরাজ বিশ্বাস রাস্তা নিয়ে নালিশ জানায় মেয়র গৌতম দেবের কাছে! ছোট্ট ঋষি জানায়, সে শহরের এক নামি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র, তার এলাকার এক রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়! শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বিবাদী সরণির রাস্তার জন্যে স্কুল যেতে খুব কষ্ট হয়, রাস্তার হাল ফেরানোর অনুরোধ ছোট্ট ঋষির।
আরও পড়ুন- এবার রাঙাপানিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন!
মেয়রের কথায় শিশুরা হলো ভগবান, তাঁর কথা গুরুত্ব সহকারে শুনে অতি শীঘ্রই এই সমস্যা সমাধানের কথা জানান। মেয়র গৌতম দেব জানান, শিশুদের তিনি খুব ভালোবাসেন, সেই জন্য তিনি সব সময় চকলেট রাখেন। বাঘাযতীন কলোনির সেই ছোট্ট শিশুটি জানায়, প্রতিদিন সকালে স্কুলে যাবার সময় ভাঙা রাস্তার জন্য তার খুব অসুবিধা হচ্ছে। এই কথা শুনেই প্রথমে যথাযথ গুরুত্ব সহকারে সমস্যা সমাধানের আশ্বাস দেন মেয়র গৌতম দেব।