সম্প্রতি কালচিনি ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অসীমকুমার লামা। আর দায়িত্ব পেয়েই লোকসভা ভোটের আগে নিজের ব্লকে দলীয় সংগঠন মজবুত করতে নেমে পড়েছেন কোমর বেঁধে। সেই লক্ষ্যে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে বড় ধরনের ভাঙন ধরালেন তিনি। অতি-সম্প্রতি তাঁর দক্ষতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল রায়মাটাং চা বাগানের বিজেপির শ্রমিক নেতৃত্বরা। এই যোগদান উপলক্ষে কালচিনি ব্লকের রায়মাটাং চা-বাগানে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। ওই অনুষ্ঠানে রায়মাটাং চা-বাগানে বিজেপির চা-শ্রমিক সংগঠন সংশ্লিষ্ট বাগানের বিটিডাব্লুইউ-এর সভাপতি চন্দ্রমান লামা-সহ ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীমকুমার লামা। এই প্রসঙ্গে অসীমকুমার লামা জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-বাগানের জন্য অনেক কিছু করছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির অধিকার পাচ্ছেন চা-শ্রমিকরা। বাড়ি তৈরির জন্য টাকাও পেতে চলছে শ্রমিকরা। চা-বাগানের মানুষ এখন বুঝতে শুরু করেছেন যে এখানে বিজেপি শুধু মিথ্যার রাজনীতি করে। এই কারণেই আজ বিজেপি নেতৃত্বের পাশাপাশি চা-বাগানের বিপুল সংখ্যক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
আরও পড়ুন- চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃ.ত্যু! ঘটনা খতিয়ে দেখতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল