প্রতিবেদন : বড় দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পাওয়া গেল। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ড। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের হাতিয়া-রৌরকেল্লা রেলপথে সুবর্ণরেখা নদীর উপর একটি সেতুর নাটবোল্ট খোলা ছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করে। তবে সময়মতো রেলকর্মীদের নজরে আসায় বড় মাপের বিপদ এড়ানো গিয়েছে।
আরও পড়ুন-রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে হেডিংলে
ইতিমধ্যেই রেলের তরফে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ধুরা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ধুরা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিমল নন্দন এফআইআর দায়েরের কথা স্বীকার করে নিয়েছেন। অনেকেই মনে করছেন, সময়মতো নাটবোল্টগুলি লাগানো না হলে বাহনাগার মতোই দুর্ঘটনা ঘটতে পারত।
আরও পড়ুন-হার নিশ্চিত জেনে গেটে লাথি অক্ষমের
জগন্নাথপুর এবং ধ্রুব থানার মাঝামাঝি এলাকায় সুবর্ণরেখা নদীর উপর ওই সেতুর ৪২৮ নম্বর পোলে তিনটি নাটবোল্ট খোলা ছিল। রেলকর্মীদের নজরে আসতে দ্রুত নাটবোল্টগুলি লাগানো হয়। শুক্রবার মাঝ রাতে দুষ্কৃতীরা এই কাজ করেছে।