‘থ্রেট কালচার’ (Threat Culture) এই মুহূর্তে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ হলেও দেশজুড়ে পড়ুয়াদের কাছে বেশ আতঙ্কের। এবার গুজরাটের (Gujrat) পাটন জেলার ধরপুরের জিএমইআরএস মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের শিকার এক পড়ুয়া। সূত্রের খবর, এর ফলেই মৃত্যু হয়েছে এক ডাক্তারি পড়ুয়ার। জানা গিয়েছে, সেই ডাক্তারি পড়ুয়াকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অসুস্থ হয়ে সেই অবস্থাতেই লুটিয়ে পড়েন তিনি। তারপরেই দেখা যায়, তিনি মারা গিয়েছেন। মৃত যুবকের নাম অনিল নটবরভাই মেথানিয়া, ১৮ বছর। তিনি সুরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন-চিনা মাঞ্জার দাপটে মা উড়ালপুলে আহত বাইক আরোহী
এভাবে যুবকের মৃত্যুর ফলে উপযুক্ত সাজার দাবিতে সরব হয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মেডিক্যাল কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছ থেকে এই সংক্রান্ত বিশদে রিপোর্ট চেয়েছেন তদন্তকারীরা। শনিবার রাতে জিএমইআরএস মেডিক্যাল কলেজে তৃতীয় বর্ষের ছাত্ররা প্রথম বর্ষের পড়ুয়াদের ডেকে পাঠিয়েছিল। সেখানে তাঁদের তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নবাগত পড়ুয়াদের পরিচয় পর্ব চলছিল। সেই সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান অনিল। বেগতিক দেখে সেখানে উপস্থিত পড়ুয়ারা অনিলকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে চিকিৎসকরা অনিলকে মৃত বলে ঘোষণা করেন।
কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি তদন্ত শুরু করেছে। কলেজের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ। মেডিক্যাল কলেজের অ্যান্টি ব়্যাগিং কমিটির রিপোর্ট হাতে এলে পুলিশ যথাযোগ্য পদক্ষেপ করবে বলে খবর পুলিশের তরফে। শনিবার রাত ১০টা নাগাদ প্রথম বর্ষের প্রায় ১০ জন পড়ুয়াকে সিনিয়ররা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডেকে পাঠিয়েছিল । সেখানেই পরিচয় পর্বের সুবাদে এক একজনকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল যা নিতান্তই অমানবিক।