সংবাদদাতা, কোচবিহার : ফের বিজেপির রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক (Bengali Worker)। অসম থেকে উদ্ধার হল কোচবিহারের শীতলকুচির যুবকের দেহ। নাম হিমাঙ্কর পাল। অরুণাচলপ্রদেশে রংমিস্ত্রির কাজ করতেন ওই যুবক। পরিবারের অভিযোগ, শনিবার অরুণাচল থেকে ফেরার সময় অসমের একটি গাড়িতে ওঠেন। এরপরই ওই গাড়ির চালকের সঙ্গে ঝামেলা বাধে। কথা কাটাকাটি হয়। গাড়িতে বসেই সে বিষয়ে হিমাঙ্ক বাড়িতে জানিয়েছিলেন। এরপর ফোন রেখে দেন। তারপর থেকে আর হিমাঙ্করকে ফোনে পাওয়া যায়নি। রবিবার অসমের গোয়ালপুরের রেললাইনের ধার থেকে উদ্ধার হয় হিমাঙ্করের দেহ। খবর আসে বাড়িতে। খুন করে ওই যুবককে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফে। খবর পেয়েই নিহত শ্রমিকের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। বিজেপি রাজ্যে একের পর বাংলার শ্রমিকের খুনের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই পরিযায়ী শ্রমিকের (Bengali Worker) মৃত্যুর ঘটনাকে ধিক্কার জানাই।
আরও পড়ুন-মিথ্যার জমিদারদের নির্যাতন কমিশন

