আজ, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলাতে ফের একবার সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই সেনার। এই এনকাউন্টারে কমপক্ষে ৩ জওয়ান আহত হয়েছেন ও মৃত ১।গত তিনদিনে এই নিয়ে দ্বিতীয়বার এনকাউন্টার হয়ে গেল কুপওয়ারাতে। কুপওয়ারা জেলার কামকারি এলাকায় জঙ্গিদের ঘাঁটির খবর পেয়ে অপারেশনে নামে ভারতীয় সেনা। তারপর থেকেই ক্রমাগত চলছে এনকাউন্টার। শনিবার জঙ্গির হদিশ পাওয়ায় শুরু হয় গুলির লড়াই। এর ফলেই গুলিবদ্ধ হয়েছেন তিন জওয়ান।
গত ২৪ জুলাই এই কুপওয়ারার লোলাব এলাকাতেই নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসবাদীদের নিকেশ করেছিল। সেই লড়াইয়ে এক সেনাও শহিদ হন। প্রসঙ্গত, শুক্রবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাসে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান যে অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি ও সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে সেই কথা তিনি স্পষ্ট করে বলেন। তিনি স্পষ্ট করেই বলেন ভারতীয় সেনা এর যোগ্য জবাব দেবে। কিন্তু সবই যে বিফলে সেই কথাই আরো একবার প্রমাণ হয়ে গেল। এই হুঁশিয়ারির পরের দিনই আবার সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইতে জখম ভারতীয় সেনা।