পুণের (Pune) পোর্শেকাণ্ডের পুনরাবৃত্তি। এবার মহানগরীতে (Mumbai) বেপরোয়া গাড়ি বলি এক ঘুমন্ত পথশিশু। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে ঘুমন্ত এক শিশুকে পিষে দিল একটি এসইউভি। বছর চারেকের আয়ুষ লক্ষ্মণ কিনভারে বাবার পাশেই ঘুমিয়ে ছিল। শনিবার মধ্যরাতে মুম্বইয়ের এই ঘটনায় গাড়ির স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে। ভিলে পার্লের বাসিন্দা এই নাবালক একটি এসইউভি চালাচ্ছিল। শনিবার মাঝরাতে গাড়ি চালিয়ে ফেরার পথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় গাড়ি। কিন্তু বাবার সঙ্গে ফুটপাথে ঘুমোচ্ছিল আয়ুষ। গাড়িচাপা পড়ে মৃত্যু হয় তার। আয়ুষের বাবাও এই ঘটনায় আহত হয়েছেন।
আরও পড়ুন-গত পঞ্চাশ বছরে শীতলতম রাত ছিল শ্রীনগরে
ঘটনার পরেই ছুটে আসে স্থানীয়রা। আয়ুষ এবং তার বাবাকে উদ্ধার করেন তারাই। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল আয়ুষের। স্থানীয়রা অভিযুক্ত নাবালককেও ধরে ফেলে। পুলিশে খবর দিলে পুলিশ এসে এসইউভি আটক করে। গ্রেফতার করা হয় নাবালককেও। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালক মত্ত ছিল কি না, এত রাতে কোন জায়গা থেকে ফিরছিল বা কোথায় যাচ্ছিল, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
চলতি বছর মে মাসে পুণেতে এক কিশোরের বিরুদ্ধে দুই ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়। সেই ঘটনার স্মৃতি ধূসর হওয়ার আগেই রাতের মুম্বইয়ে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে।