ঝাড়খণ্ডে নাবালিকা ধ.র্ষণ, হাসপাতালেই মৃত্যু

মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ধর্ষণের পর এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Must read

মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ধর্ষণের পর এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তকে মারধর করার অভিযোগ উঠল বিক্ষুব্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই নাবালিকাকে বাড়ির থেকে কিছুটা দূরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেই সময় শরীরে ছিল না কোন পোশাক। শরীরে একাধিক আঘাতের চিহ্নও ছিল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চম্পুয়ার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সেখানে চিকিৎসাধীন অবস্থাতে নাবালিকার মৃত্যু হয়।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু বড়দিনের উৎসব

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে বিক্ষুব্ধ গ্রামবাসীরা ভিড় জমান। তাঁরা অভিযুক্তকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের তিনটি দল। কোনও মতে অভিযুক্তকে উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়।

আরও পড়ুন-জয় বাংলা স্লোগান লেখায় কুপিয়ে খুন ২

স্থানীয়দের মতে মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে প্রায় পোশাকবিহীন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ওই নাবালিকার মৃত্যু হল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article