মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়নে ১২ বছরের এক কিশোরীকে (minor) অর্ধ-উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে। শহরের বদনগর রোডের ডান্ডি আশ্রমের কাছে নাবালিকাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়। সেই দৃশ্য কাছের এক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ১ মিনিট-৭-সেকেন্ডের এক ভিডিওটিতে দেখা গিয়েছে মেয়েটি একটি ন্যাকড়া পরে রাস্তায় হাঁটছে। সে সাহায্যের জন্য কারোর কাছে গেলেও পেয়েছে শুধুই উপেক্ষা। একজন লোক তাকে তাড়িয়ে দিচ্ছে সেটিও ভিডিওতে দৃশ্যমান।
আরও পড়ুন-চারিদিকে যা যা ঘটে চলেছে
পরে মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার জন্য ইন্দোরে রেফার করা হয়। সিনিয়র পুলিশ কর্মকর্তা শচীন শর্মা জানিয়েছেন একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। খুব দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। ডাক্তারি পরীক্ষায় নাবালিকার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশের তরফে খবর, মেয়েটি ঠিকানা এখনও সঠিকভাবে বলতে পারেনি। কিন্তু তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।
আরও পড়ুন-২০০০ টাকার নোট বাতিল কেন্দ্রের প্রশাসনিক ব্যর্থতা
এই ঘটনায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এক্সে বিজেপি সরকার আর প্রধানমন্ত্রীকে নিশানা করে লেখা হয়, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তার বেহাল দশা আবারও দেশকে হতবাক করল! মধ্যপ্রদেশে, একটি ১২ বছর বয়সী মেয়ে, যে যৌন নিপীড়নের শিকার হয়েছিল এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় ছিল, তাকে বদনগর রোডের রাস্তায় সাহায্য চাইতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে নারী শক্তি বিশেষ জায়গা পেলেও বাস্তবের সঙ্গে তার কোন সামঞ্জস্য নেই।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে ট্যাগ করে লেখা হয়, ‘দেশের নারীদের জীবন রক্ষায় আপনার অক্ষমতা আপনার অগ্রাধিকারের কথা আরো স্পষ্ট করে তুলছে।’
The dismal state of women’s safety in BJP-ruled states shocks the nation yet again!
In Madhya Pradesh, a 12-year-old girl, who had been sexually assaulted and was in a state of distress with visible injuries, was found seeking assistance on the streets of Badnagar Road.
While…
— All India Trinamool Congress (@AITCofficial) September 27, 2023