প্রতিবেদন : ভয়ঙ্কর মেট্রো বিপর্যয় বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। মঙ্গলবার শহরের আউটার রিং রোডে নাগাভারা এলাকায় মেট্রোর একটি পিলারের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন আড়াই বছরের এক শিশু এবং তাঁর মা। গুরুতর জখম হয়েছেন ওই মহিলার স্বামী ও তাঁর মেয়ে। এ ঘটনায় আরও একবার সামনে এল মেট্রো রেল কর্পোরেশনের অপদার্থতা। মেট্রো রেলের মতো একটি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে তারা যে উপযুক্ত কোনও পদক্ষেপই করেনি মঙ্গলবার সকালের ঘটনা তারই প্রমাণ।
আরও পড়ুন-চিন্তা বুমরাকে নিয়ে বিরাটে খুশি সৌরভ
স্থানীয় প্রশাসন জানিয়েছে, লোহিত নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। আউটার রিং রোডের ওপর দিয়ে যাওয়ার সময় একটি নির্মীয়মাণ পিলার হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পিলারের তলায় চাপা পড়েন তাঁরা সকলেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোহিতের স্ত্রী তেজস্বিনী (৩০) এবং তাঁদের আড়াই বছরের ছেলে বিহানের। প্রবল শব্দ শুনে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পরিবারটির চার সদস্যকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মা ও তাঁর শিশু সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁদের সকলের মাথাতেই হেলমেট ছিল।
আরও পড়ুন-১০ কোটি মানুষের দ্বারেই যাবে তৃণমূল
এক সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ আউটার রিং রোডের ওপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন লোহিত তাঁর স্ত্রী তেজস্বিনী, ছেলে বিহান ও তাঁদের একমাত্র মেয়ে। সে সময় আচমকাই ৩৫ থেকে ৪০ ফুট লম্বা একটি পিলার কয়েক ফুট উঁচু থেকে তাদের মাথার ওপর ভেঙে পড়ে। লোহিতের স্কুটারের পিছনে ছিল আরও কয়েকটি দুই চাকা ও চার চাকার গাড়ি। তারা দ্রুত ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। তা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ ঘটনায় মৃতের পরিবার বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে কর্পোরেশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছে। এদিনের ঘটনা প্রসঙ্গে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জুম পারভেজ বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে তাঁরা তদন্ত করছেন।
আরও পড়ুন-বিশ্বভারতীর মামলা খারিজ আদালতে
একইসঙ্গে মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন। ঘটনার জেরে ওই এলাকায় আগামী দু’দিন কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পারভেজ। রাজ্যের মুখ্যমন্ত্রী এস আর বোম্বাই ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ ছাড় পাবে না। বেঙ্গালুরু (পূর্ব) পুলিশ কমিশনার ভীমশঙ্কর এস গুল বলেছেন, কী কারণে পিলারটি ভেঙে পড়ল সেটা তাঁরা তদন্ত করে দেখছেন। এদিনের দুর্ঘটনায় গুরুতর জখম লোহিত ও তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।