রাজ্যের দুই উপনির্বাচনে বিপুলসংখ্যার ভোটে জয়ী হার পরেই এবার নিজেদের জায়গা শক্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাছে পাখির চোখ ২০২৪। যে কোনও মূল্যেই জোড়াফুল শিবির চাইছে রাজ্যে ও বাইরে নিজেদের ঘাঁটি শক্ত করতে হবে। সেই লক্ষ্যেই এবার ঝাঁপিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নির্বাচনের দিন যত এগোচ্ছে, তত বিভিন্নভাবে ঘুঁটি সাজানো শুরু করেছে তৃণমূল। এবার মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি তৈরি হল। ৪৪ জনের নতুন কমিটি এদিন তৈরী করা হল। আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে বিশেষ বৈঠক। ৫ ই মে থেকে জনসংযোগ শুরু করবেন করবেন কমিটির সদস্যরা।
আরও পড়ুন-রাজ্যে এবার বিপুল কর্মী নিয়োগের সুযোগ, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তগ্রহণ
প্রসঙ্গত প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না। ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাংসদ মালা রায়।। রয়েছেন মালা সাহা, স্মিতা বক্শি, ইন্দ্রানী ব্রহ্ম। দুলালী বিশ্বাস, সন্ধ্যা ভাদুড়ী সহ বেশ কিছু বিশিষ্টজন। এছাড়াও এদিন জেলা সভাপতির নামও ঘোষণা করা হয়েছে।।
মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন, বাংলয় মহিলাদের জন্যে একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে। ২০১৬-তে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছে যা হয়েছে বাড়ির প্রবীণার নামে। এরকম প্রকল্পে দেশে আর কোথাও নেই। মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ২০২১-এ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে লক্ষ্মীর ভান্ডার চালু করেন মমতা।
আরও পড়ুন-আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের ফলাফল নিয়ে টুইটারে কটাক্ষ কুণালের
পাহাড় থেকে জঙ্গলমহল সব জায়গাতেই মহিলাদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। ঝাড়গ্রামে বিশেষ দায়িত্বে আনা হয়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। কালিম্পং জেলায় দায়িত্বে সাংসদ শান্তা ছেত্রী। দায়িত্ব পেয়েছেন মহিলা মেয়র, মহিলা চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সনদের।
একনজরে দেখে নিন তালিকা-